ঢাকার ধামরাই উপজেলায় বাড়ির সীমানাকে কেন্দ্র করে ছোট ভাই ইউনুছ আলীকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই এবং ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাসিন্দা।
অভিযুক্তরা হলেন মো. কুসুম আলী (৪৮) ও তাঁর ছেলে মো. ইউসুফ আলী (২০)।
স্থানীয়রা জানান, দুই ভাইয়ের বাড়ির সীমানা নিয়ে বিবাদ চলছিল। এর জেরে গতকাল সোমবার দুই ভাইয়ের ঝগড়া হয়। মঙ্গলবার সকালে ইউনুছ বাড়ি থেকে কাজে বের হলে বড় ভাই কুসুম আলী ও তাঁর ছেলে ইউসুফ মিলে পেছন থেকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটান। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।