হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ ভেঙে পড়ে আহত ৬

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে ছয়জন আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

আজ মঙ্গলবার বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বড় একটি গাছ হঠাৎ সড়কের ওপর ভেঙে পড়ে। 

আহতরা হলেন—পথচারী মনির হোসেন (৩০), রিকশা চালক মো. বাদশা মিয়া (৪৫), জিপগাড়ি চালক উত্তম কুমার বর্মণ (৩০), পিডব্লিউডির কর্মকর্তা সোহেল রহমান (৪৫), রিকশা যাত্রী জিএম তাবির সিদ্দিকী (৩০) ও খন্দকার আশিফ মোস্তফা (৩০)। 

আহতরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক অতিক্রম করার সময় হঠাৎ বড় একটি গাছ সড়কের ওপর এসে পড়ে। এতে তাঁরা ওই গাছের ডালপালার আঘাতে আহত হন। 

রিকশা যাত্রী ইয়াসিন আলী জানান, গুলিস্তান থেকে রিকশা নিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলে হঠাৎ একটি গাছ সড়কে ভেঙে পড়ে। গাছের মূল অংশ জিপগাড়ির ওপর পড়ে। গাছের ডালপালা কয়েকটি রিকশায় এসে আঘাত করে। 

আহত জিপগাড়ির চালক উত্তম বর্মণ বলেন, ‘স্যারকে নিয়ে জিপগাড়ি করে যাওয়ার সময় কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে গাড়ির ওপরে হঠাৎ গাছটি পড়ে। এতে লোকজনের সহযোগিতায় আমরা গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসি। ঘটনার সময় আমার স্যার গাড়িতে ছিলেন। তিনিও সামন্য আহত হয়েছেন।’ 

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শহীদ মিনারের গাছ ভেঙে পড়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আহতরা শঙ্কামুক্ত। 

পলাশী ফায়ার স্টেশনের লিডার আবুল হোসেন জানান, কেন্দ্রীয় শহীদ মিনার বাউন্ডারির চত্বরে একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে সড়ক থাকা একটি গাড়ির ওপরে পড়ে। পাশাপাশি গাছের ডালপালা একটি রিকশাকে গিয়েও আঘাত করে। এতে কয়েকজন আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত