হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট: এনবিআরের জবাবের অপেক্ষায় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের বিশেষ আদেশে মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। সেই অনুযায়ী ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হওয়ার কথা থাকলেও সেটি এখনো কার্যকর হয়নি। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর জন্য এনবিআরে আবেদন করা হয়েছে। এর জবাবের অপেক্ষায় রয়েছে তারা। 

আজ সোমবার জানা যায়, মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো টিকিটের সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেনি। 

এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ভ্যাট না বসানোর জন্য তাঁরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিয়েছে। এখন এই চিঠির উত্তরের অপেক্ষায় আছেন তাঁরা। 

এদিকে ১৫ শতাংশ ভ্যাটের বিষয়ে গতকাল রোববার এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হতে পারে। 

এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে। 

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর। 

মেট্রোরেল কর্তৃপক্ষের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, এখন পর্যন্ত তারা এনবিআর থেকে কোনো চিঠি পায়নি। এমন কোনো নির্দেশনা এলে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা ব্যবস্থা নেবে। 

ডিএমটিসিএল কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘ভ্যাট মওকুফ চেয়ে এনবিআরকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি। চিঠিতে কেন ভ্যাট বসানো হবে না, সে বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।’ 

ভ্যাট না বসানোর বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ডিএমটিসিএল কোম্পানি সচিব আরও বলেন, ‘ভ্যাট বসবে কি বসবে না, সেটা চিঠির জবাবের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ