রাজধানীর পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের নিচতলায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আদালত ভবনে চলে আসে। এই মুহূর্তে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট সঞ্জীব চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন হঠাৎ করেই সিজেএম আদালত ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ওই ভবন থেকে লোকজন দ্রুত নিচে নিচে নেমে আসে।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম আজকের পত্রিকার কাছে আগুনের বিষয়টি নিশ্চিত করেন। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আদালতের মালখানায় আগুনের সূত্রপাত হয়েছে।