হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, গোপালগঞ্জে ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কাশিয়ানী উপজেলার ছয়জন ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ দেওয়া হয়। 

বহিষ্কৃতরা হলেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও ইমন সরদার, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ এবং একই উপজেলার ১৪ নম্বর নিজামকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্লা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় সংগঠন থেকে উল্লিখিত ছয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে। 
 
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা আজকের পত্রিকাকে বলেন, ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন