হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে যাত্রীর পেট থেকে বের হলো ৩০৮০ পিস ইয়াবা

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

আটক মো. জুয়েল মিয়া ও তাঁর পেট থেকে উদ্ধার হওয়া ইয়াবা। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জুয়েল মিয়া (৩৩) নামের এক বিমানযাত্রীর পেট থেকে ৩ হাজার ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১২ নভেম্বর) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নতুন রাডার বিল্ডিংয়ের পূর্ব পাশ থেকে শুক্রবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টায় জুয়েল মিয়া নামের এক যুবককে আটক করা হয়। এ সময় ওই যুবক পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুয়েল জানায় সে তার পেটে ইয়াবা বহন করছে। কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪৪০ ফ্লাইটে ঢাকায় আসার পূর্বে ইয়াবাগুলো কয়েক ভাগে স্কচটেপে মুড়িয়ে সেবন করে জুয়েল।’

সহকারী পুলিশ সুপার রাকিব বলেন, ‘পরে তাকে একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করানো হলে পেটের ভেতর অস্বাভাবিক বস্তু দেখা যায়। এরপর জুয়েলকে প্রাকৃতিক কাজ করানো হলে তার পেট থেকে ৭১টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেটের পোঁটলা পাওয়া যায়। উদ্ধারকৃত ৭১টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো পোঁটলা খুলে গণনা করে ৩ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বাভাবিক ও ভারী বস্তু বহনের কারণে অভিযুক্ত আসামি অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের মেডিসিন ইউনিট-১-এর বি-৬৪ নম্বর বেডে ভর্তি আছেন। তাঁর অবস্থা স্বাভাবিক রয়েছে।’

জুয়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কর্মকর্তা রাকিব বলেন, ‘জুয়েল দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের অজ্ঞাতনামা মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে অবৈধ পন্থায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে বলে জানা গেছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু