হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

দ্বাদশ সংসদ নির্বাচনের গাজীপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। 

গতকাল শুক্রবার নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে তাঁদের পৃথক দুটি শোকজ নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর রোববার সশরীরে হাজির হয়ে বা তাঁদের প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে অনুসন্ধান কমিটির সভাপতি ও গাজীপুর তৃতীয় আদালতের সিনিয়র সহকারী জজ জাকির হোসাইনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

শোকজ নোটিশে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি নির্বাচনী এলাকার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এদিকে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় সভা-সমাবেশ করে নির্বাচনী প্রচারণার মধ্যমে আচরণবিধি লঙ্ঘন করেছেন। 

শোকজ নোটিশে আগামী ১৭ ডিসেম্বর রোববার দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ অথবা তাঁর প্রতিনিধিকে এবং বেলা ৩টার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি অথবা তাঁর প্রতিনিধির মাধ্যমে সশরীরে উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ