দ্বাদশ সংসদ নির্বাচনের গাজীপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে তাঁদের পৃথক দুটি শোকজ নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর রোববার সশরীরে হাজির হয়ে বা তাঁদের প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে অনুসন্ধান কমিটির সভাপতি ও গাজীপুর তৃতীয় আদালতের সিনিয়র সহকারী জজ জাকির হোসাইনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি নির্বাচনী এলাকার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এদিকে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় সভা-সমাবেশ করে নির্বাচনী প্রচারণার মধ্যমে আচরণবিধি লঙ্ঘন করেছেন।
শোকজ নোটিশে আগামী ১৭ ডিসেম্বর রোববার দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ অথবা তাঁর প্রতিনিধিকে এবং বেলা ৩টার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি অথবা তাঁর প্রতিনিধির মাধ্যমে সশরীরে উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।