নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হারেস মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছি আমরা। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।’
হারেস মিয়া বরগুনা জেলার সদর থানার হানিফ মুসিল্লির ছেলে। তিনি দীর্ঘদিন তল্লা এলাকায় পরিবার নিয়ে ভাড়াবাসায় বসবাস করতেন। আত্মহত্যার ঘটনায় নিহতের স্ত্রী লাইজু বেগম ফতুল্লা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, হারেস পেশায় একজন রাজমিস্ত্রি। বেশ কিছুদিন ধরে কাজকর্ম না থাকায় সংসারে অভাব-অনটন দেখা দেয়। সংসারের ব্যয় বহন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে ওঠে। এ ছাড়া দীর্ঘদিন ধরে সে মৃগী রোগে ভুগছিল। এসব ঘটনায় হতাশাগ্রস্ত ছিলেন তিনি। আজ শনিবার সকালে বাদী ঘুম থেকে উঠে দেখেন রুমের দরজার পার্শ্বে সিলিংয়ে ফাঁস দেওয়া লাশ ঝুলছে।