হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে মায়ের বকুনির পর স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর লাবিব হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৩ মে) বেলা পৌনে ২টার দিকে মোহাম্মদপুর সি-ব্লকের আজিজ মহল্লায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লাবিব শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বর্ষকাটি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর আজিজ মহল্লার ষষ্ঠতলার বাসায় পরিবারের সঙ্গে থাকত এবং স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। 

মৃত লাবিবের বাবা মো. সরোয়ার হোসেন জানান, লাবিব জেদি প্রকৃতির ছিল। মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ত। ভালোমতো পড়াশোনা করত না এবং বাইরে বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দিত। এসব বিষয় নিয়ে দুপুরে মা লাভলী বেগম লাবিবকে বকাঝকা করেন। 

তিনি আরও জানান, মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় লাবিব। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করা হয় লাবিবকে। পরে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক