হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে সবজি ব্যবসায়ীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

দর উপজেলায় রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তাঁর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত রোববার দিবাগত রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

এসআই মনিরুজ্জামান জানান, রোববার মধ্য রাতে একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ জাগীর এলাকায় সবজির আড়তে যাচ্ছিলেন রবিন। বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় আসার পর রাস্তায় বাঁশ ফেলে ১০-১২ জন দুর্বৃত্ত ইজিবাইকের গতিরোধ করে। এরপর তাঁদেরকে রাস্তার পাশে একটি ফসলের খেতে নিয়ে যায়। এরপর হিরনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রবিনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়। এরপর ইজিবাইক ও রবিনের কাছে থাকা ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। 
 
এসআই মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আসামিদের ধরার পর বিস্তারিত জানানো হবে। খুব শিগগিরই হত্যার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন