হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে সিমেন্টের গাড়ির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মালিবাগে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আসিফ ইকবাল (২৪) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। 

রমনা থানার উপপরিদর্শক বিপ্লব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মালিবাগ সিআইডি অফিসের বিপরীত পাশের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাঁকে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। 

এসআই আরও জানান, রাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ক্রাউন কোম্পানীর সিমেন্টের মিক্সার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আসিফ ইকবাল। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। গাড়িটি জব্দ করা হয়েছে। এর চালক পালিয়ে গেলেও সহযোগীকে আটক করা হয়েছে। 

মৃত আসিফের ছোট ভাই আকিব ইকবাল জানান, তাঁদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার দুর্গাপুর উপজেলায়। বাবার নাম এ কে এম ইকবাল। বর্তমানে পশ্চিম রামপুরা উলন রোডে নিজেদের ফ্ল্যাটে থাকে। দুই ভাইয়ের মধ্যে আসিফ ছিল বড়। 

আকিব আরও জানান, তাঁর ভাই আসিফ বেইলি রোডে কেএফসি ফাস্টফুডে চাকরি করতেন। পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করতেন। প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যাওয়া-আসা করতেন। গত রাতে বেইলি রোড থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা