হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে সিমেন্টের গাড়ির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মালিবাগে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আসিফ ইকবাল (২৪) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। 

রমনা থানার উপপরিদর্শক বিপ্লব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মালিবাগ সিআইডি অফিসের বিপরীত পাশের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাঁকে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। 

এসআই আরও জানান, রাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ক্রাউন কোম্পানীর সিমেন্টের মিক্সার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আসিফ ইকবাল। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। গাড়িটি জব্দ করা হয়েছে। এর চালক পালিয়ে গেলেও সহযোগীকে আটক করা হয়েছে। 

মৃত আসিফের ছোট ভাই আকিব ইকবাল জানান, তাঁদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার দুর্গাপুর উপজেলায়। বাবার নাম এ কে এম ইকবাল। বর্তমানে পশ্চিম রামপুরা উলন রোডে নিজেদের ফ্ল্যাটে থাকে। দুই ভাইয়ের মধ্যে আসিফ ছিল বড়। 

আকিব আরও জানান, তাঁর ভাই আসিফ বেইলি রোডে কেএফসি ফাস্টফুডে চাকরি করতেন। পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করতেন। প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যাওয়া-আসা করতেন। গত রাতে বেইলি রোড থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার