হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে সিমেন্টের গাড়ির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মালিবাগে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আসিফ ইকবাল (২৪) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। 

রমনা থানার উপপরিদর্শক বিপ্লব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মালিবাগ সিআইডি অফিসের বিপরীত পাশের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাঁকে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। 

এসআই আরও জানান, রাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ক্রাউন কোম্পানীর সিমেন্টের মিক্সার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আসিফ ইকবাল। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। গাড়িটি জব্দ করা হয়েছে। এর চালক পালিয়ে গেলেও সহযোগীকে আটক করা হয়েছে। 

মৃত আসিফের ছোট ভাই আকিব ইকবাল জানান, তাঁদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার দুর্গাপুর উপজেলায়। বাবার নাম এ কে এম ইকবাল। বর্তমানে পশ্চিম রামপুরা উলন রোডে নিজেদের ফ্ল্যাটে থাকে। দুই ভাইয়ের মধ্যে আসিফ ছিল বড়। 

আকিব আরও জানান, তাঁর ভাই আসিফ বেইলি রোডে কেএফসি ফাস্টফুডে চাকরি করতেন। পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করতেন। প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যাওয়া-আসা করতেন। গত রাতে বেইলি রোড থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির