হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে দুই বন্দীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—হাজতি শফিকুল ইসলাম (৫০) ও কয়েদি শহিদুল ইসলাম বুলবুল (বাবুল) (৪৮)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শফিকুলকে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কয়েদি শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান।

শফিকুলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল কাদের জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

আব্দুল কাদের আরও জানান, শফিকুল ইসলামের বাবার নাম কফিল উদ্দিন (মৃত)। হাজতি নং ৪২২৯৫ / ২২। তিনি কোন মামলার আসামি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী মো. আলআমিন জানান, ২১ সেপ্টেম্বর কারাগার থেকে ঢাকা মেডিকেলের ২১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শহিদুল ইমলাম বুলবুল বাবুলকে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর কয়েদি নম্বর ২০১৮ /এ। তিনি কোন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ