হোম > সারা দেশ > ঢাকা

হরতালে দক্ষিণ অঞ্চলের পরিবহন চলাচল সীমিত, ভোগান্তি যাত্রীদের

জহিরুল আলম পিলু

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে দক্ষিণ অঞ্চলের পরিবহন চলাচল করছে সীমিত আকারে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। বেশি বিপাকে পড়েছেন বয়স্ক নারী-পুরুষসহ শিশুরা। ঢাকার প্রবেশমুখে পোস্তগোলা ব্রিজের ওপর ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে। 

রাজধানীর যাত্রাবাড়ী থেকে কিছু বাস ছেড়ে এলেও যাত্রীর সংখ্যা বেশি থাকায় অনেকেই যেতে পারছেন না। ফলে সকাল থেকেই প্রখর রোদে দাঁড়িয়ে রয়েছেন এসব যাত্রী। হরতালের সমর্থনে কোনো পিকেটারকে দেখা না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে শ্যামপুর থানার পুলিশ। 

সরেজমিন রাজধানীর পোস্তগোলা ব্রিজে গিয়ে দেখা যায়, খুব সকাল থেকেই কিছু বাস দক্ষিণ অঞ্চল থেকে এসে ঢাকায় প্রবেশ করছে, যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। কিছু বাস ঢাকা থেকে ছেড়েও যাচ্ছে। 

পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা বরিশালগামী যাত্রী মনোয়ারা বলেন, ‘কয়েক দিন আগে ঢাকায় এসেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু আজ যে হরতাল তা জানতাম না। এখানে এসে দেখি কোনো গাড়ি নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছি। কীভাবে যাব সেটা চিন্তা করছি।’ 

স্ত্রী-সন্তান নিয়ে খুলনায় যাবেন শাহীন। তিনি বলেন, ‘আমার মা খুব অসুস্থ। আমাকে জরুরি ভিত্তিতে দেশে যেতে হবে। কিন্তু হঠাৎ করে হরতাল ডাকায় পড়েছি বিপাকে।’ 

শরীয়তপুর পরিবহনের এক চালক বলেন, ‘যাত্রাবাড়ীতে দক্ষিণ অঞ্চলের যাত্রী কম থাকায় আমাদের গাড়িগুলো যথা সময়ে ছেড়ে যাচ্ছে না।’ 

এদিকে পরিবহন সংকটের সুযোগে মাওয়াগামী সিএনজি অটো রিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকেরা। 

অন্যদিকে জুরাইন পোস্তগোলা ও শ্যামপুর রোডে চলাচল করা বিভিন্ন সিটি সার্ভিসের বাস চলাচল প্রতিদিনের তুলনায় কিছুটা কম দেখা গেছে। ব্যাংক কর্মকর্তা রিপন জানান, ‘অনেক বছর হরতালের কোনো জ্বালা-যন্ত্রণা ছিল না। যাত্রীদের তুলনায় গণপরিবহন কিছুটা কম চলাচল করায় আমার মতো অফিসগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।’ 

খুব সকাল থেকে এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি। অন্যদিকে জুরাইন, পোস্তগোলা ও ধোলাইপাড়সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন হরতালবিরোধী আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নূরনবী আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালে কেউ যেন নাশকতা না করতে পারে এবং জনগণের জানমালের নিরাপত্তায় আমরা প্রস্তুত রয়েছি।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক