হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে দাবি করেছে জামায়াত। আজ শনিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জামায়াত নেতারা জানান, দুপুরে গহরদী এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ চলছিল। হঠাৎ করেই স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচিতে বাধা দেন। প্রথমে তর্কবিতর্কের পর জামায়াত কর্মীদের ওপর হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সাবেক আমির মোতাহার হোসেন বলেন, ‘স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারি ও ইউসুফ শিকারির নেতৃত্বে এই হামলা চালানো হয়। এদের মধ্যে শাহজাহান শিকারি মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানতে পেরেছি। তাদের হামলায় আমাদের অন্তত পাঁচজন আহত হয়েছে। দুজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে।’

নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, ‘বিনা উসকানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। আমরা এই ঘটনায় প্রশাসনের কাছে যাব এবং এই হামলাকারীদের বিচারের দাবি জানাব।’

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে জানতে বিএনপি নেতা শাহজাহান শিকারির মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে উপজেলা বিএনপির সদস্যসচিব জুয়েল বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। আমি খোঁজ নিয়ে দেখছি।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের লিখিত অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন