হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ২১ কিলোমিটারজুড়ে যানজট 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বন্দরের জাঙ্গাল এলাকা থেকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা হয়ে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ২১ কিলোমিটারজুড়ে যানজট রয়েছে। এতে তীব্র দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। 

শুক্রবার (১৪ জুন) রাত ১১টায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। আল আমিন নামের এক যাত্রী বলেন, তীব্র যানজটের কারণে মদনপুর থেকে কাঁচপুর আসতে প্রায় ১ ঘণ্টা সময় লেগে গেল। যেখানে সাধারণত ১০ মিনিটের বেশি সময় লাগে না। 

শাহানাজ আক্তার নামের আরেক যাত্রী বলেন, ‘মহাসড়কে এমন জ্যাম আগে কখনো দেখিনি। একদিকে তীব্র গরম, আরেকদিকে জ্যাম। গ্রামে ঈদ পালন করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের!’

ইসরাফিল হোসেন নামের এক যাত্রী ঢাকার ওয়ারী যাওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড থেকে রওনা দেন। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি ১ ঘণ্টা হয়েছে বাসে উঠেছি, এখনো মাতুয়াইল বসে আছি।’

এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। আশা করি, খুব শিগগিরই পুরো মহাসড়ক যানজটমুক্ত হয়ে যাবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু