হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে আশরাফুল ইসলাম নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, আশরাফুলকে হত্যা করা হয়েছে। আশরাফুল ইসলাম ওই এলাকার আলফাজ মিয়ার ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির উঠানে খেলা করছিল আশরাফুল। সকাল সাড়ে ১০টার পর থেকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন একতলা বাড়ির সেপটিক ট্যাংকে এক শিশুর লাশ পড়ে রয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির মা সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করেন।

আশরাফুলের মা আম্বিয়া বেগম বলেন, ‘কয়েক দিন আগে পাশের বাড়ির ৮-১০ বছরের এক মেয়ের সঙ্গে আমার বড় ছেলের কথা-কাটাকাটি হয়। এ সময় মেয়েটি আমার ছেলেকে থাপ্পড় দেয়। আজ সকালে মেয়েটিকে বাড়ির পাশে ঘুরতে দেখা যায়। তবে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কীভাবে লাশ এল বুঝতে পারছি না।’

নির্মাণাধীন বাড়ির প্রতিবেশী জরিনা বেগম বলেন, ‘৮-১০ বছরের একটি মেয়ে একটি ছোট শিশুকে নিয়ে নির্মাণাধীন বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। পরে আমি গোসল শেষে বের হলে বড় শিশুটিকে একা দৌড়ে যেতে দেখি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বলা যাবে শিশুটি কীভাবে মারা গেল।’ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল