রাজধানীর গুলশান থেকে পাজেরো গাড়িভর্তি বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তাঁর নাম মো. আব্দুল্লাহ (২৬)।
আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরার র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।
লে. কর্নেল মোসতাক আহমদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডের নিকেতন ২ নম্বর গেটে গতকাল বুধবার দিবাগত রাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মদসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি বাগেরহাট জেলার কবির হোসেনের ছেলে।
লে. কর্নেল মোসতাক আহমদ বলেন, গ্রেপ্তারকালে পাজেরো গাড়ি থেকে ৪৬৬ বোতল উচ্চ মানের বিদেশি মদ, একটি পাজেরো জিপ ও ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।