হোম > সারা দেশ > ঢাকা

পাজেরো গাড়িভর্তি বিদেশি মদ, চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর গুলশান থেকে পাজেরো গাড়িভর্তি বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তাঁর নাম মো. আব্দুল্লাহ (২৬)।

আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

লে. কর্নেল মোসতাক আহমদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডের নিকেতন ২ নম্বর গেটে গতকাল বুধবার দিবাগত রাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মদসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি বাগেরহাট জেলার কবির হোসেনের ছেলে।

লে. কর্নেল মোসতাক আহমদ বলেন, গ্রেপ্তারকালে পাজেরো গাড়ি থেকে ৪৬৬ বোতল উচ্চ মানের বিদেশি মদ, একটি পাজেরো জিপ ও ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

মোসতাক আহমদ জানান, আব্দুল্লাহ পেশায় ড্রাইভার। তিনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সুকৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য, বিদেশি মদ পরিবহন করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ছাড়া তিনি রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মোসতাক আহমদ।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১