হোম > সারা দেশ > ঢাকা

শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩৫তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

ঢাকাস্থ পার্বত্য বৌদ্ধ সংঘ ও শাক্যমুনি বিহার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩৫তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গৌতম বুদ্ধের দিক নির্দেশনার আলোকে প্রবর্তিত কঠিন চীবর দান অনুষ্ঠানের ধারাবাহিকতায় ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শাক্যমুনি বৌদ্ধ বিহারে যেসব ভিক্ষু তিন মাসের বর্ষাব্রত অধিষ্ঠান সমাপ্ত করেছেন সেই ভিক্ষুসংঘকে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দানোত্তম কঠিন চীবর দান করা হয়। 

প্রথমবারের মতো শাক্যমুনি বৌদ্ধ বিহারে পাহাড়ের ঐতিহ্যবাহী বুনন পদ্ধতিতে বেইন বুনে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে উপ–সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো ভান্তের সভাপতিত্বে ভিক্ষু সংঘকে সেই কঠিন চীবর দান করা হয়।

অনুষ্ঠানে ভিক্ষু সংঘের পক্ষ থেকে সদ্ধর্ম দেশনা করেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো ভিক্ষু, উপ–সংঘরাজ, পার্বত্য ভিক্ষু সংঘ, গুণপ্রিয় মহাথেরো, উপতিষ্য স্থবির, বিপর্সী মহাথেরো ভিক্ষু প্রমুখ। 

এ ছাড়া পাহাড় ও সমতল বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট বৌদ্ধ মনীষী ও ঢাকাস্থ সদ্ধর্ম পিপাসু বৌদ্ধ দায়ক–দায়িকারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিহার পরিচালনা কমিটির সভাপতি নবজ্যোতি খীসার স্বাগত বক্তব্যের পরে জ্ঞানেন্দ্রীয় চাকমা, প্রকৌশলী পুলক জীবন খীসা, কীর্তি নিশান চাকমা, গৌতম অরিন্দম বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অব.) পরিমল বিকাশ চাকমা বক্তব্য দেন।

দুই দিনব্যাপী এ কঠিন চীবর দান অনুষ্ঠান শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৫টায় বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে সমাপ্ত হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু