হোম > সারা দেশ > ঢাকা

শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩৫তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

ঢাকাস্থ পার্বত্য বৌদ্ধ সংঘ ও শাক্যমুনি বিহার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩৫তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গৌতম বুদ্ধের দিক নির্দেশনার আলোকে প্রবর্তিত কঠিন চীবর দান অনুষ্ঠানের ধারাবাহিকতায় ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শাক্যমুনি বৌদ্ধ বিহারে যেসব ভিক্ষু তিন মাসের বর্ষাব্রত অধিষ্ঠান সমাপ্ত করেছেন সেই ভিক্ষুসংঘকে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দানোত্তম কঠিন চীবর দান করা হয়। 

প্রথমবারের মতো শাক্যমুনি বৌদ্ধ বিহারে পাহাড়ের ঐতিহ্যবাহী বুনন পদ্ধতিতে বেইন বুনে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে উপ–সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো ভান্তের সভাপতিত্বে ভিক্ষু সংঘকে সেই কঠিন চীবর দান করা হয়।

অনুষ্ঠানে ভিক্ষু সংঘের পক্ষ থেকে সদ্ধর্ম দেশনা করেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো ভিক্ষু, উপ–সংঘরাজ, পার্বত্য ভিক্ষু সংঘ, গুণপ্রিয় মহাথেরো, উপতিষ্য স্থবির, বিপর্সী মহাথেরো ভিক্ষু প্রমুখ। 

এ ছাড়া পাহাড় ও সমতল বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট বৌদ্ধ মনীষী ও ঢাকাস্থ সদ্ধর্ম পিপাসু বৌদ্ধ দায়ক–দায়িকারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিহার পরিচালনা কমিটির সভাপতি নবজ্যোতি খীসার স্বাগত বক্তব্যের পরে জ্ঞানেন্দ্রীয় চাকমা, প্রকৌশলী পুলক জীবন খীসা, কীর্তি নিশান চাকমা, গৌতম অরিন্দম বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অব.) পরিমল বিকাশ চাকমা বক্তব্য দেন।

দুই দিনব্যাপী এ কঠিন চীবর দান অনুষ্ঠান শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৫টায় বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে সমাপ্ত হয়।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত