হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নাতির মোটরসাইকেল চাপায় দাদির মৃত্যু 

প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে নাতির মোটরসাইকেল চাপায় দাদির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত সখিনা আক্তার (৬০) পুরুড়া গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী। 

নিহতের স্বজনেরা জানান, সখিনা আক্তার (৬০) নিজ বাড়ির আঙিনায় গৃহস্থালির কাজ করার সময় নাতি হোসাইনের (২২) মোটরসাইকেল চাপা পড়ে। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন সখিনাসহ মোটরসাইকেল চালক নাতি হোসাইন (২২) এবং আরোহী কাওসারকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সখিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

নিহত সখিনার পরিবার জানায়, মোটরসাইকেল চালক হোসাইন সম্পর্কে নিহত সখিনার চাচাতো ভাইয়ের নাতি। 

এদিকে আহত হোসাইন এবং কাওসারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সখিনা আক্তারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সখিনা আক্তারের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা