টাঙ্গাইলে ট্রাকচাপায় আমিনুল ইসলাম (৫১) নামের এক মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আমিনুল ইসলাম বাসাইল জশিহাটি গ্রামের গনি মিয়ার ছেলে। তিনি জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ বলেন, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেলে করে তাঁর গ্রামের বাড়ি জশিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। স্কুলশিক্ষককে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।