হোম > সারা দেশ > ঢাকা

রায়েরবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রায়েরবাগে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় নিচে পড়ে রুবেল (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে নয়ন (২৫) নামে আরেক শ্রমিক। 

আজ সোমবার সকাল ১০টার দিকে রায়েরবাগ মসজিদ গলিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের। আহত অবস্থায় নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাঁদের সহকর্মী আব্দুর রহিম জানান, তাঁরা কয়েক বছর ধরে নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছেন। আজ সকালে ১০ তলা ভবনের ৮ম তলার বাইরের দেয়ালে মাচান বেঁধে কাজ করছিলেন রুবেল ও নয়ন। হঠাৎ মাচান ভেঙে দু’জনই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান রুবেল। আহত নয়নকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। 

সহকর্মীরা জানান, রুবেলের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায়। তাঁর বাবার নাম তাহাজুল ইসলাম। আহত নয়নের বাড়িও একই উপজেলায়। বাবার নাম মোহাম্মদ নবী। তাঁরা দুজনে নির্মাণাধীন ভবনেই থাকতেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার জানান, নির্মাণাধীন ভবনের আট তলায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ