হোম > সারা দেশ > ঢাকা

কর্ণফুলী গ্যাসের এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদেশ সত্ত্বেও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংযোগ না দেওয়ায় আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করেন। 

ওই ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। সেইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আবেদনকারীর আইনজীবী মুন্সী মনিরুজ্জামান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদেশ বাস্তবায়ন না করায় আদালত রুল জারি করেছেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ দিন ধার্য করা হয়েছে।’ 

তিনি বলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় তাকিয়া এলাকার তৃষা সিএনজি ফিলিং স্টেশনকে গত বছরের ৬ নভেম্বর গ্যাস সংযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সংযোগ দিতে বলা হয়। 

এর বিরুদ্ধে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আপিল বিভাগে আবেদন করেন। গত ১৫ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ সংশোধন করে ৩০ দিনের স্থলে ৯০ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিতে নির্দেশ দেন।

মুন্সী মনিরুজ্জামান বলেন, আদেশ অনুসারে গ্যাস সংযোগ না দিলে তিন দফায় নোটিশ দেওয়া হয়। এরপরও পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার আবেদন করেন তিষা সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী নাসির উদ্দিন।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক