হোম > সারা দেশ > ঢাকা

১২ ঘণ্টার ব্যবধানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ১২ ঘণ্টার ব্যবধানে সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একজন ও অপরজন গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

কয়েদিরা হলেন—রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকার মোবারকের ছেলে মোহসিন (৪০)। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং অপরজন হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার নওগাঁ গ্রামের বাহার উদ্দিনের ছেলে হাজি মো. হারুন (৬৫)। এনআই অ্যাক্টের মামলায় এক বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।

কারা সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কারারক্ষীরা হারুনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত হারুনের কয়েদি নম্বর ৫৩৫৩/এ এবং মৃত মোহসিন কয়েদি নম্বর ৫৬০৩/এ।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল ও আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুজন কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার