হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, ১১৪ নেতা-কর্মীর আগাম জামিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১১৪ নেতা-কর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। 

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে তাদের ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়। আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন, অ্যাডভোকেট মো. ফজলুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী। আগাম জামিন পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। 

প্রসঙ্গত, গত শনিবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে পাকুন্দিয়া উপজেলা বিএনপি। এতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীরা। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়।

সংঘর্ষের ঘটনায় পরদিন রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক মো. কামাল উদ্দিন, আতিকুর রহমান মাসুদ ও মাহমুদুজ্জামান রিপন এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৩৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ থেকে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল। 

এ মামলায় পুলিশ এজাহারভুক্ত ২৫ জনসহ অজ্ঞাত আসামী হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু