হোম > সারা দেশ > ঢাকা

দিয়াবাড়ি লেকে গোসলে নেমে ২ ছাত্রের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো—মো. আশরাফুল (১৬) ও মো. জিহাদ (১৫)। 

আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে দিয়াবাড়ির উত্তরা ১৬ নং সেক্টরের ১০ নং ব্রিজ সংলগ্ন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

নিহত ওই দুই ছাত্র মিরপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে লেখাপড়া করত। 

কুমিল্লার হোমনা উপজেলার খাগুটিয়া গ্রামের নুরুল ইসলাম ও ঝরনা বেগম দম্পতির ছেলে আশরাফুল। তবে জিহাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা রাজধানীর পল্লবীর ৭ নং সেকশনে থাকত। 

স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, পাঁচজন ছাত্র গোসল করতে লেকে নেমে দুজন দূরে চলে গিয়েছিল। পরে তারা ডুবতে শুরু করলে বাকি তিন ছাত্র চিৎকার করে। আশপাশের লোকজন চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৬ নং সেক্টরের লেকে গোসল করতে নেমে আশরাফুল ও জিহাদ নামের দুই ছাত্র নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের একটি ডুবুরি দল গিয়ে লেকের পানিতে নিখোঁজ হওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি তুরাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

সফিকুল ইসলাম বলেন, সবারই সাঁতার জানা দরকার। সাঁতার না জেনে কারও পানিতে নামা উচিত নয়। আজ ওই ছাত্র যদি সাঁতার জানত, তাহলে তাদের অকালে মৃত্যু হতো না। 

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, পাঁচজন ছাত্র লেকে নেমেছিল। তার মধ্যে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এক ছাত্রের বিস্তারিত পরিচয় জানা যায়নি। একজনের পরিচয় পাওয়া গেছে। 

অপরদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী আজকের পত্রিকাকে বলেন, নিহত দুই ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন