হোম > সারা দেশ > মাদারীপুর

ইঁদুর ধরার ফাঁদে আটকা পড়ল গন্ধগোকুল

মাদারীপুর প্রতিনিধি

ফাঁদে ধরা পড়া গন্ধগোকুল। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে ইঁদুর ধরার ফাঁদ থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার তাঁর বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারা জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গেলে তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির প্রাণী খাঁচাতে আটকে আছে। পরে তিনি খাঁচাটি বাড়িতে নিয়ে এসে অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করেন। এ ধরনের প্রাণীর খবর পেয়ে আশপাশের লোকজন এক নজর দেখার জন্য মনির তালুকদারের বাড়িতে ভিড় করেন।

আজ বুধবার দুপুরে খবর পেয়ে মাদারীপুর বন বিভাগ থেকে লোক এসে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান। এ সময় তারা বলেন, বিরল এই গন্ধগোকুল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

স্থানীয় মহসিন, আরিফুর রহমান, ফয়সাল, কাওসার জানান, বিলুপ্ত এই প্রাণীটিকে কেউ তাল খাটাশ, কেউ ভোন্দর, আবার কেউ সাইরেল বলছেন। মূলত বনজঙ্গল ও পুরোনো এলাকার গাছপালায় এই প্রাণীটিকে দেখা যায়। এর শরীর থেকে পোলাও চালের মতো সুগন্ধ বের হয়। তাই এর নাম গন্ধগোকুল।

মাদারীপুরের বন বিভাগ অফিসের বাগান মালি মো. হুমায়ুন কবির বলেন, ‘এক সময়ে গন্ধগোকুল প্রাণী অনেক দেখা যেত। তবে এখন আর দেখা যায় না। খবর পেয়ে আমরা প্রাণীটি নিয়ে এসেছি। পরে এই বিরল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই