হোম > সারা দেশ > ঢাকা

৭৪ যাত্রী নিয়ে শাহজালালে উড়োজাহাজের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ৩০ থেকে ৪৫ মিনিট ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এতে কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট শিডিউলে বিলম্ব হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, বরিশাল থেকে ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় কারিগরি ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করতে চান। পরে উড়োজাহজটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। উড়োজাহাজটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিমানের বরিশাল থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সব যাত্রী নিরাপদ ও অক্ষত আছেন। কারও কোনো সমস্যা হয়নি।’ 

তবে বিমানের জরুরি অবতরণের ঘটনায় প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ জানান, বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণের সময় ফায়ার সার্ভিসের ইউনিট প্রস্তুত ছিল। তবে তাঁদের কাজ করতে হয়নি। এ সময় কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। তবে সেগুলোর প্রয়োজন হয়নি। 

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারকে আজকের পত্রিকা পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ