হোম > সারা দেশ > ঢাকা

৭৪ যাত্রী নিয়ে শাহজালালে উড়োজাহাজের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ৩০ থেকে ৪৫ মিনিট ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এতে কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট শিডিউলে বিলম্ব হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, বরিশাল থেকে ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় কারিগরি ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করতে চান। পরে উড়োজাহজটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। উড়োজাহাজটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিমানের বরিশাল থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সব যাত্রী নিরাপদ ও অক্ষত আছেন। কারও কোনো সমস্যা হয়নি।’ 

তবে বিমানের জরুরি অবতরণের ঘটনায় প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ জানান, বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণের সময় ফায়ার সার্ভিসের ইউনিট প্রস্তুত ছিল। তবে তাঁদের কাজ করতে হয়নি। এ সময় কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। তবে সেগুলোর প্রয়োজন হয়নি। 

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারকে আজকের পত্রিকা পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু