জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহতের নাম তারা মিয়া কাজী (৮০)। আজ সোমবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই জসিম উদ্দিন ও তারা মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিয়া কাজীকে কিল-ঘুষি মারে জসিম উদ্দিন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া কাজী।
এই ঘটনায় সদরপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশের সুরতহাল করে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুর্বত্র গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।