হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রাইড শেয়ার ও ডেলিভারি কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাইড শেয়ার ও সার্ভিস ডেলিভারি কর্মীদের ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ ও শ্রম আইনে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাইড শেয়ার এন্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়ন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। 

এ সময় বিক্ষোভ সমাবেশে রাইড শেয়ার কোম্পানির কমিশনের হার কমানো, শ্রমিকদের নিরাপত্তায় বীমার ব্যবস্থা ও সর্বজনীন পেনশন চালুর দাবি জানানো হয়। এ ছাড়া মোড়ে মোড়ে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকারদের একটি অংশ স্ব উদ্যোগে জমি-ভিটা বিক্রি বা সুদ নিয়ে মোটরসাইকেল কিনেছে। তাই দিয়ে রাইড শেয়ার ও সার্ভিস ডেলিভারির মাধ্যমে জীবিকা নির্বাহের পথ খুঁজে নিয়েছে। রাষ্ট্র এই শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার কোনো পদক্ষেপ নেয়নি। বরং রাস্তায় নামলে ট্রাফিক পুলিশের হয়রানি ও বিনা কারণে মামলার বোঝা বহন করতে হয়। ফলে কষ্টের আয়ের একটি বড় অংশ ব্যয় হয় ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা নিরসন করতে। 

তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র সংযোগ রক্ষার দায়িত্ব পালন করে রাইড শেয়ার কোম্পানিগুলো কমিশন হিসাবে ২৫ শতাংশ টাকা নিচ্ছে। কখনো কখনো ৩০-৩৫ শতাংশ টাকাও নিয়ে যায়। 

সার্ভিস ডেলিভারি শ্রমিকদের পরিশ্রমের তুলনায় খুবই সামান্য পরিমাণ কমিশন পায় জানিয়ে রফিক বলেন, ‘এই খাতে সংযুক্ত কর্মীদের অর্ডারের জন্য অপেক্ষার সময় বিশ্রামের জন্য কোনো বিশ্রামাগার বা আবাসন নেই। ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত এই শ্রমিকদের দিয়ে কোটি কোটি টাকা মুনাফা বা রাজস্ব আয় করলেও তাদের নিরাপত্তায় কোন বীমার ব্যবস্থা করা হয়নি। আইএলও কনভেনশন বা আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী প্রাপ্য শ্রম অধিকার থেকে এই শ্রমিকেরা বঞ্চিত।’ 

সংগঠনটির সদস্যসচিব রিয়াজ মাহমুদ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক  হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটো টেম্পো চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুবেল মিয়াসহ প্রমুখ। 

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু