রাজধানীর পোস্তগোলা বুড়িগঙ্গা নদীর তীর থেকে পলিথিনে মোড়ানো মানুষের দুটি হাত ও পা উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। আজ রোববার পোস্তগোলার আরসিন গেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ‘বিকেলে নদীর তীরে একটি পলিথিনে মোড়ানো মানুষের হাত-পা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত-পাগুলো কেরানীগঞ্জে বস্তার ভেতরে উদ্ধার হওয়া নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ হতে পারে। তবে ডিএনএ পরীক্ষা করার পর এগুলো খণ্ডিত লাশের অংশ কি না, তা নিশ্চিত হওয়া যাবে।’