হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে রাস্তার পাশে ফেলে রাখা ট্রাকে অগ্নিকাণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকের ইঞ্জিন-কেবিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী সদর থানায় সংবাদ আসে কলেজ রোডে একটি ট্রাকে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা যায় ট্রাকটি দেড় মাস ধরে অকেজো অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। কে বা কারা এবং কী কারণে ট্রাকে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, ট্রাকটি রাস্তার পাশে প্রায় দুই মাস পার্কিং করে রাখা ছিল। রাত ১২টার দিকে স্থানীয়রা ট্রাকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রাকটির মালিক বিনোদপুর এলাকার রমজান আলী বলেন, বিক্রির জন‍্য দীর্ঘদিন ট্রাকটি রাস্তার পাশে পার্কিং রাখা ছিল। রাতে জানতে পারি ট্রাকটিতে আগুন লেগেছে। কে বা করা আগুন দিয়েছে তা জানি না। তবে আগুনে ইঞ্জিন ও কেবিনের ক্ষতি হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু