হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে রাস্তার পাশে ফেলে রাখা ট্রাকে অগ্নিকাণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকের ইঞ্জিন-কেবিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী সদর থানায় সংবাদ আসে কলেজ রোডে একটি ট্রাকে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা যায় ট্রাকটি দেড় মাস ধরে অকেজো অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। কে বা কারা এবং কী কারণে ট্রাকে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, ট্রাকটি রাস্তার পাশে প্রায় দুই মাস পার্কিং করে রাখা ছিল। রাত ১২টার দিকে স্থানীয়রা ট্রাকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রাকটির মালিক বিনোদপুর এলাকার রমজান আলী বলেন, বিক্রির জন‍্য দীর্ঘদিন ট্রাকটি রাস্তার পাশে পার্কিং রাখা ছিল। রাতে জানতে পারি ট্রাকটিতে আগুন লেগেছে। কে বা করা আগুন দিয়েছে তা জানি না। তবে আগুনে ইঞ্জিন ও কেবিনের ক্ষতি হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির