হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নিজ বাসায় গৃহবধূকে ছুরিকাঘাত, লুটের অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বংশালের মালিটোলায় একটি বাসায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূর নাম নাসরিন জাহান বৃষ্টি (২০)। পুলিশ বলছে, কোনো কিছু খোয়া গেছে কী না, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আজ সোমবার দুপুরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছিলেন। 

নাসরিনের বড় ভাই মো. মাজহারুল ইসলাম অভিযোগ করে জানান, ব্যাগ কারখানার মালিক স্বামী জলিল মিয়ার সঙ্গে একমাত্র মেয়ে স্নিগ্ধাকে (১) নিয়ে মালিটোলার একটি বাসায় থাকেন নাসরিন। গতকাল রোববার ইফতারের আগ মুহূর্তে কয়েকজন লোক বাসায় ঢুকে নাসরিনের হাত-পা বেঁধে বাসার টাকা-পয়সা লুট করে। এ সময় তাঁকে ছুরিকাঘাতও করে। পরে খবর পেয়ে তাঁর স্বামী নাসরিনকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখান থেকে আবার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ দুপুরে তাঁকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তাঁর পেটে দুইটি ছুরিকাঘাত রয়েছে। 

আহত নাসরিন অভিযোগ করে জানান, ৭ তলা বাড়িটির ২য় তলায় তারা থাকেন। গতকাল ইফতারের আগ মুহূর্তে তিনি তাঁর রুমের দরজা বন্ধ করে বসে ছিলেন। তবে বাসার মূল দরজা খোলা ছিল। এ সময় কয়েকজন এসে তাঁকে ভাবি ভাবি বলে ডেকে রুমের দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলে দিলে ৫ ব্যক্তি তাঁর হাত বেঁধে ফেলে। আর মুখ স্কচটেপ দিয়ে আটকে দেয়। তখন বাসার টাকা, স্বর্ণালংকার লুট করে তারা। তাদের সবার মুখেই মাস্ক পরা ছিল। তাঁদের কাউকেই চিনতে পারেননি তিনি। 

তবে তাদের বাসায় এক রুমে মোহাম্মদ আলী নামে এক ড্রাইভার সাবলেট ভাড়া থাকেন। সে এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করছেন নাসরিনের স্বজনেরা। 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পারিবারিক কোনো কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ছাড়া পাশের রুমে সাবলেট থাকা মোহাম্মদ আলী নামের ওই ব্যক্তির সঙ্গে তাদের ঝগড়া চলছিল। বাসা থেকে লুটপাটের অভিযোগ করা হচ্ছে। কিছু খোয়া গেছে কিনা আমরা তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে বলা যাবে। 

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ