হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন প্রধান মারা গেছেন। আজ সোমবার ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মো. রইছ উদ্দিন। 

এর আগে, গত ৪ জানুয়ারি উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পূর্ব নিলক্ষীয় ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় দুই মেম্বার প্রার্থীর সাবেক মেম্বার সামসুল হক ও শহিদুল্লার সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় শহিদুল্লাহ মেম্বারের লোকজন উত্তেজিত হয়ে সামসুল হক মেম্বার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। ঘটনায় উভয় পক্ষকে শান্ত করতে গিয়ে ইউপি সদস্য শহিদুল্লাহ এর লোকজন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রধানের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এ সময় জসিম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বেলাব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এর প্রায় ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ৫টায় মৃত্যু হয় তাঁর। 

এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. সামসুল হক বাদী হয়ে আটজনকে আসামি করে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত শুক্রবার বেলাব থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে মামলার বাদী সামসুল হক মেম্বার বলেন, ‘নির্বাচন এবং পূর্ব শত্রুতার জেরে আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। আজ জসিম উদ্দিন মারা গেছেন। সুষ্ঠু বিচারের স্বার্থে এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’ 

ঘটনা সত্যতা স্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. ইমরান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলার ২ নম্বর আসামি শহিদুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’   

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু