হোম > সারা দেশ > ঢাকা

প্রেমের টানে আমেরিকান তরুণী শ্রীপুরে

রাতুল মন্ডল, শ্রীপুর 

প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে গাজীপুরের শ্রীপুরে ছুটে এসেছেন এক তরুণী। তাঁর নাম লায়ডা এ লোজা। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার বাসিন্দা। গতকাল রোববার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বরণ করা হয়েছে। বিয়ের পরে নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান। 

জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের কেন্দুয়া কুমারপাড়া এলাকার ইমরান হোসেন খানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয় লায়ডার। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় শ্রীপুরের সাধারণ মানুষের মাঝে অন্য রকম আনন্দ দেখা গেছে। আশপাশের প্রতিবেশীরা বাংলাদেশি যুবকের আমেরিকান বউ দেখতে বাড়িতে ভিড় করছেন। 

স্বজনেরা জানান, তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যোগাযোগের একপর্যায়ে একবার দেশে আসতে গিয়ে বিমান বন্দরে ইমিগ্রেশন জটিলতায় আসতে পারেননি যুক্তরাষ্ট্রের ওই তরুণী।

কোভিড জটিলতায় ইমিগ্রেশন বিভাগ তাঁকে আটকে দেয়। পরে সব সমস্যা আইনি জটিলতা সমাধান হলে রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। সোমবার ভোরে ইমরানের বাড়িতে আনা হয় তাঁকে। 

ইমরানের প্রতিবেশী সবুজ মিয়া জানান, আমাদের গ্রামে হাজার মাইল দূরের আমেরিকা থেকে এক তরুণী প্রেমের টানে ছুটে এসেছেন। ভাবতেই ভালো লাগছে। সকাল থেকেই আমরা বিদেশি নতুন বউকে দেখতে ওই বাড়িতে গিয়েছি। ভাষার কারণে সব বোঝানো যাচ্ছে না। কোনো কিছু জানতে চাইলে ছেলে (বর) বউকে বুঝিয়ে দিচ্ছে। এতে সে বেশ আনন্দ প্রকাশ করে। আমরাও আনন্দ পাচ্ছি। 

জানতে চাইলে ইমরান হোসেন খান বলেন, ‘চলতি বছরের জানুয়ারির দিকে ফেসবুকে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। পরে সে পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। এরই মধ্যে একবার এ দেশে আসার চেষ্টা করলেও সমস্যা তৈরি হয়। সে সময় ইস্তাম্বুল আটকা পড়েছিল কোভিড জটিলতায়। পরে আমরা নেপালে দেখা করে সেখানে বিয়ে করি। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরে তার নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান।’ 

ইমরান আরও বলেন, ‘রোববার রাতে শাহজালাল বিমান বন্দর থেকে তাঁকে বাড়ি নিয়ে আসি। বাড়ির অন্যান্যদের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠছে। ভাষাগত জটিলতার কারণে সবকিছু এখনো বুঝে উঠতে পারে না। পরে আমি বুঝিয়ে দিলে সে বুঝে।’ 

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এমন খবর আমাদের জানা নাই। খোঁজ নিয়ে দেখছি। পরে বিস্তারিত বলতে পারব।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ