রাজধানীর মতিঝিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার শিমুল আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। মতিঝিল থানায় করা এই মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
রাজধানীর মতিঝিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এপিবিএনের সদস্য শিমুল আহমেদের বিরুদ্ধে গতকাল সোমবার রাতে মামলা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় গত রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরীর মা-বাবা দুজনই চাকরি করেন। বাসায় তাঁরা না থাকার সুযোগ নেন আসামি। কিশোরীর সঙ্গে ওই পুলিশ কনস্টেবলের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ওই দিন পুলিশ কনস্টেবল বাসা ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করেন বলে কিশোরীর বাবা মামলার এজাহারে বর্ণনা করেন।
ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়।