হোম > সারা দেশ > ঢাকা

স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব তেমন মানুষ আমি নই: নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় প্রতীক নৌকা সংগ্রহ করেছেন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আজ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন তিনি। 

এ সময় ঢাকা- ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরে যাওয়ার জন্য, প্রচার না করানোর ভয়ভীতি দেখানো হচ্ছে এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের মাইনুল হোসেন বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করব। স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব তেমন মানুষ আমি নই। তেমন রাজনীতি আমি কখনো করিনি। আমার রাজনীতি মানুষের জন্য, কল্যাণের জন্য। সেটা শিখিয়েছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

নিখিল বলেন, ‘আমি ৪০ বছর ধরে রাজনীতি করি। এর মধ্যে কেউ বলতে পারবে না আমি কাউকে আঘাত করেছি, ধমক দিয়েছি। কারও ওপর জুলুম করেছি। নিজেকে সস্তা জনপ্রিয়তা করতে তারা মিথ্যাচার করছে।’ 

প্রচার কার্যক্রম প্রসঙ্গে মাইনুল হোসেন বলেন, ‘আমাদের ১৪ আসনে আল্লাহর ওলী হজরত শাহ্ আলী বাগদাদি (র.) ঘুমিয়ে আছেন। সেখান থেকে বাদ মাগরিব দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রচার শুরু করব।’ 

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে নয়টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা