হোম > সারা দেশ > ঢাকা

নারীদের ফুটবল মাঠে উগ্রবাদী হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি 

নারীদের ফুটবল মাঠে উগ্রবাদী হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নারী ফুটবলকে কেন্দ্র করে জয়পুরহাটে খেলার মাঠের বেষ্টনী ভাঙচুর ও ম্যাচ বাতিলের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে ইতিহাস বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, ‘জয়পুরহাটে নারীদের একটি ফুটবল খেলা হতে দেওয়া হয়নি। এখন পর্যন্ত এটা নিয়ে ক্রীড়া উপদেষ্টার কোনো বিবৃতি নেই। অন্যান্য উপদেষ্টাদেরও এসব নিয়ে মাথাব্যথা নেই। নারীদের প্রতি এই যে উগ্রতা, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং রাষ্ট্রকে এর দায়ভার নিতে হবে।’

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, ‘জুলাইয়ে গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি, আমাদের বোনেরা কীভাবে বিপ্লবী ভূমিকা পালন করেছেন। তাঁরা বাংলাদেশের যেকোনো অন্যায়ে আপসহীন মনোভাব লালন করেছেন।

অন্যায়ের বিরুদ্ধে আমাদের বাংলার বাঘিনীরা কখনো পিছপা হননি। জয়পুরহাটে নারীদের অদমিত করার জন্য যেসব উগ্রবাদী খেলার মাঠে নৃশংস হামলা চালিয়েছেন, তাঁদের অতি দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আনতে হবে।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে