হোম > সারা দেশ > ঢাকা

নারীদের ফুটবল মাঠে উগ্রবাদী হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি 

নারীদের ফুটবল মাঠে উগ্রবাদী হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নারী ফুটবলকে কেন্দ্র করে জয়পুরহাটে খেলার মাঠের বেষ্টনী ভাঙচুর ও ম্যাচ বাতিলের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে ইতিহাস বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, ‘জয়পুরহাটে নারীদের একটি ফুটবল খেলা হতে দেওয়া হয়নি। এখন পর্যন্ত এটা নিয়ে ক্রীড়া উপদেষ্টার কোনো বিবৃতি নেই। অন্যান্য উপদেষ্টাদেরও এসব নিয়ে মাথাব্যথা নেই। নারীদের প্রতি এই যে উগ্রতা, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং রাষ্ট্রকে এর দায়ভার নিতে হবে।’

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, ‘জুলাইয়ে গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি, আমাদের বোনেরা কীভাবে বিপ্লবী ভূমিকা পালন করেছেন। তাঁরা বাংলাদেশের যেকোনো অন্যায়ে আপসহীন মনোভাব লালন করেছেন।

অন্যায়ের বিরুদ্ধে আমাদের বাংলার বাঘিনীরা কখনো পিছপা হননি। জয়পুরহাটে নারীদের অদমিত করার জন্য যেসব উগ্রবাদী খেলার মাঠে নৃশংস হামলা চালিয়েছেন, তাঁদের অতি দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আনতে হবে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ