ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে আরোহী এক নারী নিহত ও তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শাকিলা আক্তার (৩৫)। তাঁর স্বামীর নাম শাকিব গাজী (৩৮)। তাঁদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে হাঁসাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শাকিলা মারা যান। শাকিব হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।