হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পূর্ব রামপুরা জামতলা এলাকায় একটি বাসা থেকে দরজা ভেঙে লামিয়া আক্তার (১৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১২ দিকে পুলিশ সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

মৃত ওই নারী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খোর খোলা গ্রামের শেখ মামেত মিয়ার মেয়ে। পূর্ব রামপুরা জামতলার হাজী সাহেবের বাসায় লামিয়া তার স্বামী হৃদয় ফকির সঙ্গে চার তলায় সাবলেট এক রুমে ভাড়া থাকত। নিহত স্বামীর বাড়ি মাদারীপুর সদর থানা এলাকায়। 

রামপুরা থানার উপপরিদর্শক ইয়াকুব আলী জানান, লামিয়ার সঙ্গে হৃদয়ের গত ছয় মাস আগে বিয়ে হয়। স্বামী রং মিস্ত্রির কাজ করে। জামতলা এলাকার চারতলার একটি ফ্ল্যাটে সাবলেট হিসাবে থাকতেন তাঁরা। 

এসআই আরও জানান, দুপুরে সংবাদ পেয়ে চারতলা ফ্ল্যাটের দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করি। প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল তখনো। রুমে ঢুকে দেখতে পাই ফ্যানের সঙ্গে একটি ওড়না গিঁট দেওয়া। নিচে একটি টুল পরে আছে। মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম সিন নমুনা সংগ্রহ করেছে। 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কারণে স্ত্রী আত্মহত্যার পরে স্বামী আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যা না করতে পেরে সে পালিয়ে যায়। তবে সব বিষয় আমরা তদন্ত করে দেখছি। আসল ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯