ঢাকার সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বেশ কিছু অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পোশাক শ্রমিকসহ হাজারও পথচারীদের।
আজ শনিবার বিকেলে সড়কের জামগড়া বাসস্ট্যান্ড থেকে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। গতকাল শুক্রবার রাত ও শনিবার সকালের বৃষ্টিতে সড়কের এসব এলাকা তলিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, সড়ক পানির নিচে তলিয়ে থাকায় দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা বলছেন, সড়কের এই অংশে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের দাবি, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণেও এই পানি নিষ্কাসন হচ্ছে না। যদিও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
পোশাক শ্রমিক মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পানির কারণে সমস্যা হয়। হাঁটাও যায় না। পানি বের হওয়ার রাস্তা না থাকায় অল্প বৃষ্টি হলেই এমন দুর্ভোগে পড়তে হয়।’
গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরও আমরা এই পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা দূরীকরণের দাবি নিয়ে মানববন্ধন করেছিলাম। পানি জমলেই সবাই বলে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এত বছরেও কোনো স্থায়ী সমাধান হলো না। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
বর্তমানে সড়কটি সড়ক ও জনপথের আওতা থেকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতাধীন। ফলে এই সড়কটির দায়-দায়িত্ব এখন এই প্রকল্পের।