হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

টিফিনের টাকা তুলে বন্যার্তদের দিল শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্কুলের টিফিনের টাকা জমিয়ে বন্যার্তদের সহযোগিতার ফান্ডে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সবুজবাগ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা বন্যার্তদের সহযোগিতার ফান্ডে তুলে দেয়। 

শিক্ষার্থীদের এমন মানবিকতার দৃষ্টান্তের খবর পেয়ে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক শরীফ সুমন, খায়রুল কবির মুন্না, ফারুক আহাম্মদ মাহি, সবুজবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার রুহুল আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ সুমন বলেন, ‘আজ ছোট কোমলমতি শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা জমিয়ে সেই টাকা বন্যার্তদের সহযোগিতার ফান্ডে দিয়ে মানবিকতা দেখিয়েছে তা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আজকের শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। এই কারণে তাদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করে মানবিকবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশে বন্যার প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন স্থান থেকেই সহযোগিতা পাঠানো হচ্ছে। এই কারণে যে যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়াবেন এমনটাই চাই আমরা।’ 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫