হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ড্রামট্রাক চাপায় আরেক যুবকের মৃত্যু 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের ড্রামট্রাক চাপায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন নিহত ব্যক্তির স্বজনেরা।

নিহত মো. আবুল কালাম আজাদ (২৪) উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। তিনি অটোরিকশাযোগে উপজেলার বরমী এলাকায় তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আবুল কালাম আজাদকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। প্রথমে শ্রীপুর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে তাঁর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া, আহত যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য, আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির একটি ড্রামট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবু হানিফা মৃধা (৫৫) নামের এক ফল বিক্রেতার মৃত্যু হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ