হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রদলের ‘নিখোঁজ’ ৬ নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিখোঁজ ছয় ছাত্রদল নেতাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশ সূত্র বলছে, গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানকে মোবাইল ফোনে না পেয়ে তাঁর বাসায় গিয়েছিলেন সংগঠনের পাঁচ নেতা। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। বিএনপি ও পরিবার থেকে শুরু থেকে দাবি করা হচ্ছিল, তাঁদের রাস্তা থেকে তুলে নিয়ে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাঁদের অভিযোগ, জিসানের বাসায় পৌঁছার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের তুলে নিয়ে গেছে। তবে এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য দিচ্ছিল না। 

গতকাল শুক্রবার রাতে ওই ছয় ছাত্রদল নেতা নিখোঁজ হন। আজ শনিবার রাতে পুলিশ জানাল, তাঁদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে লালবাগ থানায় মামলা হয়েছে। 

গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশানের উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের কাছে অবৈধ অস্ত্র পেয়েছি। কীভাবে সেসব অস্ত্র তাঁদের হাতে এসেছে সে বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’ 

গতকাল শুক্রবার আজিমপুর থেকে নিখোঁজ হন ছাত্রদলের ছয় নেতা। তাঁরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল থেকে মমিনুল ইসলাম জিসানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর থাকার মতো সম্ভাব্য সব জায়গায় পরিবার ও সংগঠন খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অন্য পাঁচ নেতা একত্রে আজিমপুরে জিসানকে খুঁজতে তাঁর বাসায় গেলে ডিবি পুলিশ তাঁদের ধরে নিয়ে যায়। 

আজ শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রাপূর্ব সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ছয় ঘণ্টার মধ্যে ছাত্রদলের ওই ছয় নেতাকে জনসমক্ষে হাজির করতে হবে। অন্যথায় এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’ 

রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার বিশেষ উদ্দেশ্য নিয়েই আবারও নতুন করে গুমের মতো মনুষ্যত্বহীন খেলা শুরু করেছে। তাঁদের (ছাত্রদলের নিখোঁজ ছয় নেতা) পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হলেও বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গোয়েন্দা বিভাগ সেটি স্বীকার করছে না।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ