হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে ট্রাকচাপায় তরুণ নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নিহত শাহ সুলতান ফাহাদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ সুলতান ফাহাদ জেলার সখীপুর উপজেলার কাজিরামপুর গ্রামের মাওলানা বুলবুল আহমেদের ছোট ছেলে।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ সুলতান ফাহাদ ও তাঁর বড় ভাই শাহ ফরিদ গতকাল রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলের করে সাগরদীঘি থেকে বাড়ি যাচ্ছিলেন। তাঁরা কামালপুর ফকির মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ফরিদ ছিটকে পড়ে হালকা আঘাত পেলেও ফাহাদ ট্রাকচাপায় গুরুতর আহত হন।

স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহ ফরিদ বলেন, আমাকে পেছনে বসিয়ে ছোট ভাই ফাহাদ ৩০-৩৫ গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে এসে সরাসরি চাপা দিয়েছে। ফাহাদ একজন আদর্শবান ছেলে ছিল।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক