হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে ট্রাকচাপায় তরুণ নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নিহত শাহ সুলতান ফাহাদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ সুলতান ফাহাদ জেলার সখীপুর উপজেলার কাজিরামপুর গ্রামের মাওলানা বুলবুল আহমেদের ছোট ছেলে।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ সুলতান ফাহাদ ও তাঁর বড় ভাই শাহ ফরিদ গতকাল রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলের করে সাগরদীঘি থেকে বাড়ি যাচ্ছিলেন। তাঁরা কামালপুর ফকির মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ফরিদ ছিটকে পড়ে হালকা আঘাত পেলেও ফাহাদ ট্রাকচাপায় গুরুতর আহত হন।

স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহ ফরিদ বলেন, আমাকে পেছনে বসিয়ে ছোট ভাই ফাহাদ ৩০-৩৫ গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে এসে সরাসরি চাপা দিয়েছে। ফাহাদ একজন আদর্শবান ছেলে ছিল।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির