হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে কথা-কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র রাকিব হোসেন (১৮) নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেনের পিতার নাম আবুল কাশেম। এবং রাকিব বাজিতপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই রাকিবের সঙ্গে ছোট ভাই জাকিরের (১৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাই জাকিরকে লাঠি দিয়ে আঘাত করেন। 
 
সন্ধ্যার পর রাকিব বাড়িতে ফিরলে ছোট ভাই জাকিরের ছুরিকাঘাতে বড় ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে নিশ্চিত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছোট ভাই জাকিরকে আটক করার অভিযান চলছে। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল