হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘এই আগুন যে আমার কপালে লাগবে তা বুঝি নাই’

রবিউল আলম

ছেলে আর ভাতিজার খোঁজে আজ শুক্রবার বিকেলে ঢামেকের মর্গের সামনে হাজির রিকশাচালক কবির হোসেন। হাতে একটি ছেলের ছবি। সে ছবি দেখিয়ে বলছেন এটা আমার ছেলে। আমি তাঁকে খুঁজছি।

কবির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে জানতে পারি নারায়ণগঞ্জের একটি কারখানায় আগুন লেগেছে। তখন জানতাম না আমার ছেলে রাকিব হোসেন (১৭) ও ভাতিজা হাসনাইন (১২) যে কারখানায় কাজ করে সেখানকার ঘটনা এটি। পরে সন্ধ্যা ৭টার বিষয়টি দিকে জানতে পারি। শুনেই গাজিপুর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছুটে যাই। কিন্তু ছেলে আর ভাতিজার খবর পাইনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, যারা মারা গেছেন তাঁদের সবার লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শুনেই ঢামেকের উদ্দেশ্যে রওনা দিই।

কবির হোসেন কাঁদতে কাঁদতে বলেন, গত ৩ দিন আগে ছেলের সঙ্গে মোবাইলে শেষ কথা হয়েছিল তাঁর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছেলে আর ভাতিজাকে কয়েকশতবার কল দিয়েছি। কিন্তু কয়েক মিনিট পর থেকেই তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। প্রতি মাসে আমার ছেলে বাড়িতে ৫ হাজার টাকা করে পাঠাত। তিন ছেলেমেয়ের মধ্যে রাকিব সবার বড়। কিন্তু এই আগুন যে আমার কপালে লাগবে তা বুঝি নাই।

উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫২ জনের লাশ ঢামেকের মর্গে পাঠানো হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির