হোম > সারা দেশ > ঢাকা

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগীকে’ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজন হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগী। তাঁরা হলেন-হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী। মঙ্গলবার ভোরে গাবতলী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আ ন ম ইমরান বলেন, মঙ্গলবার সকালে গাবতলী থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। 

২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদ, ক্যাঙ্গারু ও হরিণের চামড়া, দুটি মোবাইল, ১৯টি চেকবই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার ৪৫৬টি চিপস উদ্ধার করে র‍্যাব। তারপর দিনই তাকে আটক করে র‍্যাব। 

সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে সংগঠন খুলে মনোনয়ন আহ্বান করায় আলোচনায় আসেন হেলেনা জাহাঙ্গীর। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিনি তিন দিনের রিমান্ডে আছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে