হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫), টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদিপ দাস (৩৭)। আহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩৩)।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইট ভর্তি করে একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। ট্রাকটি চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি বাজার এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক করিম মিয়া মারা যান। পরে অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অপর দুজন অয়ন রায় ও সুদিপ দাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে। তবে, ট্রাকের চালক পালিয়ে গেছেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস