হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক-জোবাইদার রুল শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল শুনানির জন্য উঠছে ১৫ বছর পর। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন। 

ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর কাফরুল থানায় ওই মামলা করা হয়। মামলায় তারেক রহমান ও তাঁর স্ত্রীর সঙ্গে শাশুড়ি ইকবাল মান্দ বানুকেও আসামি করা হয়। পরে একই বছর তারেক রহমান ও তাঁর স্ত্রীর পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। ওই রুল কার্যতালিকায় এলে শুনানির জন্য দিন ধার্য করা হয়। 

এদিকে একই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি ফৌজদারি আবেদন করেছিলেন ডা. জোবাইদা রহমান। ওই সময় মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুল শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন আদালত। রায়ে মামলা বাতিলের রুল খারিজ করে দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ডা. জোবাইদা, যা গত ১৩ এপ্রিল খারিজ হয়ে যায়। 

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১