ঢাকায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির গণসমাবেশ। সমাবেশকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। যেকোনো ধরনের নাশকতা বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’
এছাড়া যেকোনো ধরনের হামলা ও নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশ পথসহ দেশের বিভিন্ন স্থানে র্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছে।
এছাড়াও যেকোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও র্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।