হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির গণসমাবেশ। সমাবেশকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব। যেকোনো ধরনের নাশকতা বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’

এছাড়া যেকোনো ধরনের হামলা ও নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশ পথসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছে।

খন্দকার আল মঈন বলেন, ‘১০ ডিসেম্বরকে ঘিরে বিভিন্ন দুষ্কৃতকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে দেশব্যাপী র‍্যাব সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি অনলাইনে দুষ্কৃতকারীদের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রতিহত করতে র‍্যাবের সার্বক্ষণিক সাইবার নজরদারি অব্যাহত রয়েছে।’

এছাড়াও যেকোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও র‍্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ